গণনা কাজের সকল নির্দেশনাই হলো কম্পিউটার প্রোগ্রাম।
ব্যাকআপ প্রোগ্রাম :
ব্যাকআপ প্রোগ্রাম এক ধরনের সফটওয়্যার যা নির্ধাতি ফাইল বা ডেটাবেজকে কপি করে রাখে। কোন কারণে ফাইল বা ডেটাবেজে হারিয়ে গেলে অনুরূপ কপি উদ্ধার করা সম্ভব হয়।
- সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলকে ‘কম্পিউটার বাগ’ বলে।
- প্রোগ্রামিং এর ভুলত্রুটি খুজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।
- কম্পিউটার যে সিদ্ধান্তক্রমের ধাপসমূহ অনুসরণ করে, তাকে এ্যালগরিদম বলে।
প্রশ্ন ও উত্তর:
১। প্রোগ্রাম কি?
উত্তর: গণনা কাজের সকল নির্দেশনা
২। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাবলিকে বলা হয়- ?
উত্তর: প্রোগ্রাম
৩। কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
উত্তর: যান্ত্রিক ভাষা
৪। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন কোন ভাষায়?
উত্তর: মেশিনের ভাষায়
৫। কোন অনুবাদক প্রোগ্রাম ছাড়াই কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে?
উত্তর: মেশিন ল্যাঙ্গুয়েজ
৬। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়?
উত্তর: অবজেক্ট প্রোগ্রাম
৭। কম্পিউটার বাগ কি?
উত্তর: কম্পিউটারের অন্তর্নিহিত ভুল
৮। কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে?
উত্তর: ডিবাগিং
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions