Home » » পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি কাকে বলে?

পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি কাকে বলে?

 পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি

পৃথিবী নিজের কল্পিত মেরুদন্ডের চারিদেকে ঘুরছে। এইরকম ঘুরতে ঘুরতেই সে সূর্যকে প্রদক্ষিণ করছে। নিজের মেরুদন্ডের চারিদিকে ঘোরাকে বলে পৃথিবীর আহ্নিক গতি, আর সূর্যকে প্রদক্ষিণ করাকে বলে পৃথিবীর বার্ষিক গতি।

 

দিনে প্রায় ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯৯৬ সেকেন্ডে পৃথিবী নিজের মেরুদন্ডের ওপর একবার আবর্তন করে। সৌর-বৎসরে সে প্রায় ৩৬৫.২৫৬৪ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর আকৃতি অনেকটা কমলালেবুর মতো উত্তর-দক্ষিণে কিছুটা চাপা। এই কারণে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দূরত্ব পূর্ব-পশ্চিমব্যাপী বিষুবরেখা অপেক্ষা প্রায় ৪৩ কিলোমিটার কম।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*