চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
কম্পিউটারের চতুর্থ প্রজন্ম হিসেবে ১৯৭১ থেকে চলমান সময়কে ধরা হয়। এ সময়ে কম্পিউটারের উন্নতি সাধিত হয়েছে সবচেয়ে বেশি।
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হল:
১। ১৯৭১ এ টেড হফ মাইক্রোপ্রসেসরের উদ্ভাবন করেন।
২। তথ্য প্রযুক্তির সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন।
৩। মাইক্রোপ্রসেসরে সম্পূর্ণ একটি সি.পি.ইউ একটি চিপে আটকানো হয়।
৪। ১৯৭৬ খ্রিস্টাব্দে এ্যাপল কম্পিউটার এবং ১৯৮৩ তে এ্যাপল ম্যাকিনটোশ বাজারে আসে।
৫। ১৯৮১ তে আইবিএম পিসির আর্বিভাব হয়।
৬। সফটওয়্যারের অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়।
৭। বিষ্ময়কর আবিস্কার ইন্টারনেটের সংযোজন শুরু হয়।
৮। কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আর দাম সাধারণের হাতের নাগালে চলে আসে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions