ইনস্টলার (Installer)
বড় বড় প্রোগ্রামের মূল ফাইলসমূহ সাধারণত কমপ্যাক্ট আকারে স্বল্প পরিমাণ মেমোরি পরিসরে রাখা হয়। এরূপ প্রোগ্রামকে ইনস্টলার বা সেটআপ প্রোগ্রাম বলা হয়।
ইনস্টলার প্রোগ্রামগুলি সরাসরি ব্যবহার করা যায় না। ইনস্টলেশন প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে স্থাপন করলে সেগুলো ব্যবহারের উপযোগী হয়।
প্রোগ্রামের আকারভেদে ইনস্টলার প্রোগ্রামে একটি থেকে শুরু করে শত/সহস্রাধিক ফাইল থাকতে পারে। তবে তাদের মধ্যে কেবল একটি ফাইলের নাম Setup.exe বা Install.exe হয়। এরুপ প্রোগ্রামকে সেটআপ বা ইনস্টলার ফাইল বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions