ডেটাবেজ :
কম্পিউটারে তথ্য বা ইনফরমেশনকে সুসজ্জিত আকারে সংরক্ষকে ডেটাবেজ (Database) বলে। Database কে সংক্ষেপে DB বলা হয়।
এমএস এক্সেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাটাবেজ প্রোগ্রাম।
ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। ডিক্রিপ্ট করা ছাড়া এই ডেটা পড়া যায় না।
ডেটাবেজের উপাদান:
ডেটাবেজ বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত।
ফিল্ড (Field) :
কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি ফিল্ড।
রেকর্ড (Record) :
সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।
টেবিল (Table) :
একটি বা কয়েকটি রেকর্ড নিয়ে গঠিত হয় টেবিল।
ডাটাবেজ ল্যাংগুয়েজ:
ডাটাবেজ ল্যাংগুয়েজ কয়ে ধরণের হতে পারে। যেমন:
1. Data Definition Language = DDL
2. Date Manipulation Language= DML
3. Query Language:
ডেটাবেজে বিভিন্ন ধরনের কাজ যেমন: ডেটা প্রবেশ করানো, পুনরূদ্ধার করা, মোডিফাই করা প্রভৃতি কাজকে কুয়েরি বলে। আর যে ল্যাংগুয়েজ ব্যবহার করে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে। কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে রয়েছে SQL= Structured Query Language, QUEL, QBE etc.
প্রশ্ন ও উত্তর:
১। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডেটাবেজ
২। What does the computer process into information?
উত্তর: Data
৩। A record is a _ ?
উত্তর: Collection of fields
৪। In computer terms, what does 'encryption of data' means?
উত্তর: Data is encoded so it cannot be read without decoding software
৫। DB computer abbreviation usually means_?
উত্তর: Database
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions