Home » » ইন্টারনেট

ইন্টারনেট

 ইন্টারনেট হলো নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্কভূক্ত কম্পিউটারের সংযোগ থাকে। নেটওয়ার্কভূক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজেই তথ্য আদান-প্রদান করা যায়।


-ইন্টারনেট এর পূর্ব পদক্ষেপ হলো Advance Research Projects Agency Network (ARPANet)

-১৯৬৯ সালে ইন্টারনেট প্রথম চালু হয়। তবে ১৯৯৪ সালে সালে ইন্টারনেট শব্দটি প্রথম ব্যবহার করা হয়।

-বাংলাদেশে ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু হয়।


প্রশ্ন ও উত্তর:

১। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?

উত্তর: ইন্টারনেট


২। ইন্টারনেটের জনক কে?

উত্তর: Vinton Gray Cerf


৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?

উত্তর: ১৯৬৯


৪। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন

 

৫।  কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে কোন যন্ত্রটি প্রয়োজন?

উত্তর: মডেম

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*