স্মার্টফোন কি
স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের উপর প্রতিষ্ঠিত। স্মার্টফোনের মাধ্যমে শুধু কথা বলা নয়, ই-মেইল আদান-প্রদান, ডকুমেন্ট পড়া কিংবা এডিট করা, অডিও ভিডিও ও ছবি তোলা বা সেগুলো দেখা এবং বিভিন্ন এ্যাপের মাধ্যমে ইন্টারনেটে আপলোড করা। এছাড়া ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে বিভিন্ন সাইট বিচরণ করা সবই সম্ভব এই স্মার্ট ফোনের মাধ্যমে। আজকাল বিভিন্ন ধরনের এ্যাপস এর মাধ্যমে আরো অনেক ধরনের সেবামূলক কাজ সহজলভ্য হচ্ছে এই স্মার্ট ফোনে।
জনপ্রিয় স্মার্ট ফোন গুলো হচ্ছে: স্যামসাং, এ্যাপল আইফোন সহ আরো ধরনের কোম্পানী তবে এগুলোর মধ্যে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেশি ব্যবহৃত হয়। আর আইফোনে এ্যাপলের আইওএস। এন্ড্রয়েড হলো ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম। স্মার্টফোন জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
-কথা বলা যায় এমন মোবাইল ফোনের সাথে Personal Digital Assistant (PDA) ফিচার যোগ করে স্মার্টফোন তৈরি হয়।
-বিশ্বের প্রথম স্মার্টফোন হলো আইবিএম সাইমন।
প্রশ্ন ও উত্তর:
১। নোকিয়ার বর্তমান নাম কি?
উত্তর: মাইক্রোসফট মোবাইল
২। স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানীর মাধ্যমে?
উত্তর: আইবিএম
৩। প্রথম স্মার্ট ফোনের নাম কি?
উত্তর: সাইমন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions