অপটিক্যাল মার্ক রিডার / ওএমআর (Optical Mark Reader / OMR)
যে যন্ত্রের সাহায্যে পেন্সিল বা কালির দাগ পাঠ করার ব্যবস্থা করা হয় যে সে যন্ত্রকে অপটিক্যাল মার্ক রিডার বা OMR বলে। ওএমআর এক ধরনের পঠনযন্ত্র। যা কালো কালির দাগ বা পেন্সিলের দাগ বুঝতে পারে।
বিশেষ কোন ব্যবস্থার মাধ্যমে দাগগুলো তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটায়। যার ফলে কম্পিউটার ওএমআর এর মাধ্যমে ভরাটকৃত বৃত্ত বা দাগ বুঝে নেয়। এই পদ্ধতিতে উত্তরপত্র যাচাই করলে কোনো ভুলের আশঙ্কা থাকে না। যখন উত্তর পত্রটি ওএমআর মেশিনে দেওয়া হয় তখন ওএমআর সব কালো কালির দাগগুলো পড়ে নেয় পরে পূর্বে কম্পিউটারের স্মৃতিতে রক্ষিত উত্তরের সাথে তুলনা করে সঠিক উত্তর নির্ণয় করে। ওএমআর দিয়ে সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions