ডিভিডি (DVD)
কম্পিউটারে ডিভিডি আরেক ধরনের স্টোরেজ হার্ডওয়্যার। ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক এর সংক্ষিপ্ত রূপ। হলিউড চিত্র নির্মাতাদের আগ্রহ ও পৃষ্ঠপোষকতার ফলে এ প্রযুক্তির ব্যাপক প্রসার হয়েছে। কারণ, পূর্ণ রেজোলিউশনে এক একটি সিনেমা ধারণ করার জন্য খুবই বড় মাপের স্টোরেজ মাধ্যমের দরকার।
সিডি আসলে বড় বড় কোন ফাইল স্টোরেজের জন্য উপযুক্ত নয়। তাই ডিভিডি’র আর্বিভাব হয়েছে। ডিভিডি’র আকার সিডির মতো, ব্যাস ১২০ মিলিমিটার। ডিস্কের পুরুত্বও একই রকম। ১.২ মিলিমিটার। ডিসডিতে ডাটা ধারণের জন্য একটি পাশই ব্যবহার হয়। ডিভিডিতে দুপাশেই ডাটা ধারণ করা সম্ভব। আসলে ডিভিডির শ্রেষ্ঠত্ব হচ্ছে তার প্রযুক্তিতে। ডিভিডি’র ডাটা ধারণ ক্ষমতা অনেক গুণ বেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions