ইন্ডাস্ট্রিয়াল রোবোট (Industrial Robot)
শিল্পক্ষেত্রে ব্যবহৃত রোবোট হলো ইন্ডাস্ট্রিয়াল রোবোট। এই ধরনের রোবোটগুলো সাধারণত কারখানাতে ভারী জিনিস উত্তোলন, লোহা ঢালাই বা উচ্চ তাপমাত্রায় করা বিভিন্ন বিপদজ্জক কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
ISO 8373 কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল রোবোট হিসেবে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত, রিপ্রোগ্রামেবল যন্ত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে, যেগেুলোর কমপক্ষে তিনটি বা ততোধিক রিপ্রোগ্রামেবল মাল্টিপারপাস ম্যানুপুলেটর এক্স বা হাত সদৃশ কুঠারাকৃতির হ্যান্ডেল রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions