পকেট রাউটার (Pocket Router)
পকেট রাউটার তারবিহীন ইন্টারনেট সরবরাহকারী একটি ছোট গ্যাজেট বা ডিভাইস যেটা হাতের তালুতে রাখা যায় এবং এটি খুবই হালকা। পকেট রাউটারকে পকেট ওয়াইফাইও বলা হয়।
এ ডিভাইসটির কাজ হলো স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, কম্পিউটার বা চারপাশে আরও যেসব ইন্টারনেট এক্সেসেবল ডিভাইস আছে সেগুলোতে ইন্টারনেট সরবরাহ করা। যেসব জায়গায় মোবাইল ফোনের ইন্টারনেট গতি কম থাকে সেসব জায়গায় পকেট রাউটার বা পকেট ওয়াইফাই ব্যবহার করলে ইন্টারনেটের গতি বেশ ভালো পাওয়া যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions