সুপার কম্পিউটার কি
অতিবৃহৎ কম্পিউটার (Super Computer)
সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যববহুল এবং সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার। এই ধরনের কম্পিউটার আকার ও আকৃতিতে বেশ বড় এবং একই সংগে অসংখ্য কাজ সম্পন্ন করতে পারে, তাই এধরনের কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে। সুপার কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং অসম্ভব শক্তিশালী। এই কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে। বৈজ্ঞানিক গবেষণা, বৃহৎ কোম্পানি, বৃহৎ প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। CRAY-1, CYBER-205 প্রভৃতি সুপার কম্পিউটারের উদাহরণ।
আকৃতির দিক হতে সর্ববৃহৎ এ শ্রেণির কম্পিউটারগুলোর তথ্য সংরক্ষণ ক্ষমতা, কার্য সম্পাদনের বা তথ্য প্রক্রিয়াকরণের দ্রুততা অবিশ্বাস্য রকমের। সুপার কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ করা যায়। বর্তমানে ব্যবহৃত সুপার কম্পিউটারগুলোতে একসঙ্গে একাধিক প্রসেসর ব্যবহার করা হয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা ইত্যাদি ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। আমেরিকা ও জাপানের অনেকগুলো প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার তৈরি হয়। এদের মধ্যে আমেরিকার Cray Research Inc, Data Control Corporation এবং জাপানের Nippon Electronic Company বিশেষভাবে উল্লেখযোগ্য।
সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য :
সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম।
সুক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা করতে পারে।
বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা যায়।
সুপার কম্পিউটারের কাজ কি :
ব্যক্তিগত পর্যায়ে এসব কম্পিউটার ব্যবহার হয় না, কেবল সরকারি বা খুব বড় ধরনের প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। নভোযান, জঙ্গী বিমান, ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ এবং মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়।
সুপার কম্পিউটার বাংলাদেশ :
পৃথিবীর অনেক দেশেই সুপার কম্পিউটার নেই। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আগারগাও, ঢাকাতে আইবিএম আরএস/৬০০০ এসপি মডেলের একটি সুপার কম্পিউটার রয়েছে।
বিদেশি সুপার কম্পিউটারের নাম:
আমেরিকায়-CYBER-205, জাপানের নিপ্পন কোম্পানির-SuperSXII.
এছাড়া আরও আছে: Cray-1, Cyber-205 ইত্যাদি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions