www এর পূর্নরূপ হচ্ছে World Wide Web, ওর্য়াল্ড ওয়াইড ওয়েব হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত ওয়েবপেজ। ওয়েব পেজ তৈরিতে HTML (Hyper Text Markup Language) নামক এক ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়াও বলা হয়। টিম বার্নাস লি কে ওর্য়াল্ড ওয়াইড ওয়েব বা WWW এর জনক বলা হয়।
-সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে হোস্ট বলা হয়।
প্রশ্ন ও উত্তর:
১। http দিয়ে কি বুঝায়?
উত্তর: Hyper Text Transfer Protocol
২। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে কি বলা হয়?
উত্তর: হোস্ট
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions