Home » » সাধারণ জ্ঞান : মেমোরির প্রকারভেদ বিষয়ক

সাধারণ জ্ঞান : মেমোরির প্রকারভেদ বিষয়ক

সাধারণ জ্ঞান: মেমোরির প্রকারভেদ বিষয়ক

 

১। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরি কি?

উত্তর: র‌্যাম ও রম


২। র‌্যাম এর স্মৃতি কি ধরনের?

উত্তর: অর্ধ পরিবাহী

 

৩। কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি কি?

উত্তর:  র‌্যাম


৪। মাইক্রোকম্পিউটারে কোন ধরনের স্মৃতি ব্যবহার করা হয়?

উত্তর: অর্ধপরিবাহী স্মৃতি


৫। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর মেমোরি কত প্রকার?

উত্তর: দুই প্রকার


৬। কম্পিউটারের প্রধান স্মৃতি কোনটি? অথবা কম্পিউটারের প্রাথমিক স্মৃতি কি?

উত্তর: র‌্যাম


৭। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়?

উত্তর: র‌্যাম

 

৮। কম্পিউটারের কর্ম এলাকা কোনটি?

উত্তর:   র‌্যাম


৯। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়?

উত্তর: র‌্যামে


১০। র‌্যাম ক্যাশ এর কাজ কি?

উত্তর: কাজের গতি বৃদ্ধি করা


১১। কম্পিউটারের অস্থায়ী মেমোরিকে কি বলা হয়?

উত্তর: র‌্যাম


১২। কোর স্টোরেজ হিসেবে কাজে চিহ্নিত করা হয়?

উত্তর: র‌্যাম কে


১৩। কিসের সাহায্যে র‌্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়?

উত্তর: র‌্যাম চিপ এর মাধ্যমে


১৪। র‌্যামের নির্দেশনাগুলোকে কি হিসেবে অভিহিত করা হয়?

উত্তর: ফার্মওয়্যার হিসেবে


১৫। রম এর পূর্ণ রূপ কি?

উত্তর:  র‌্যানডম এক্সেস মোমোরি


১৬। কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি?

উত্তর: রম

 

১৭। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর কিসের নির্দেশ পড়তে পারে?

উত্তর:   রম চিপ এর


১৮। EPROM এর পূর্ণ রূপ কি?

উত্তর: Eras able Programmable Read Only Memory


১৯। কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহৃত হয়?

উত্তর: RAM Cache / র‌্যাম ক্যাশ


২০। র‌্যাম ক্যাশ এর কত ভাগের বেশি ব্যবহার করা উচিত নয়?

উত্তর: এক-চুর্তথাংশ

 

২১। হার্ড ডিস্ক কি?

উত্তর:   সহায়ক মেমোরি


২২। কম্পিউটারে ফিক্সড ডিস্ক কোনটি

উত্তর: হার্ড ডিস্ক


২৩। সিডি শব্দটির পূর্ণ অর্থ কি?

উত্তর: কমপ্যাক্ট ডিস্ক


২৪। সিডি কি ধরনের স্মৃতি?

উত্তর: সহায়ক

 

২৫। ডিভিডি কোন ধরনের স্মৃতি?

উত্তর:   সহায়ক


২৬। ডিভিডি এর পূর্ণ রূপ কি?

উত্তর: ডিজিটাল ভিডিও ডিস্ক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *