মার্ক ১ কম্পিউটার
১৯৩৭ সাল থেকে ১৯৪৪ সালের মধ্যে তৈরিকৃত একটি ইলেকট্রো-মেকানিক্যাল ক্যালকুলেটর হলো মার্ক ১ কম্পিউটার।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হাওয়ার্ড আইকেন ও তার চার জন ছাত্র- জে ডব্লিউ ব্রাইস, মিডিলেক, বি এম ডারফি এবং এফ ই হ্যামিলটন সম্মিলিতভাবে এই যন্ত্রটি তৈরি করেন। মার্কিন নৌবাহিনীর আর্থিক সহায়তায় নির্মিত এই যন্ত্রটি আইবিএম মার্ক-১ নামে বাজারজাত করে।
মার্ক ১ কম্পিউটার এর সাহায্যে সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের পাশাপাশি বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত। এটি লম্বায় ছিল ৫১ফুট, উচ্চতায় ৮ ফুট এবং ওজন ছিল ৫ টন। যন্ত্রটি দীর্ঘ ১৫ বছর চালু ছিল।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions