হটস্পট এর কাজ কি (Hotspot) :
হটস্পট এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি।
হটস্পট এর কাজ :
হটস্পট ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তির কাজ হলো মোবাইল, কম্পিউটার ও অন্যান্য যতো ধরনের ইন্টারনেট এক্সেসেবল যন্ত্র বা ডিভাইস আছে যেমন: স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নেটবুক বা ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদি, সেগুলোতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো:
১। ওয়াই-ফাই (Wi-fi),
২। ওয়াই-ম্যাক্স (WiMAX), এবং
৩। ব্লুটুথ (Bluetooth)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions