ই কমার্স কি
ই কমাস বা ইলেকট্রনিক কমার্স (Electronic Commerce)
ইলেকট্রনিক কমার্স এর সংক্ষিপ্ত রূপ হলো ই-কর্মাস (E-Commerce)।
আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটে মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাল বা পণ্য সেবা মার্কেটিং, বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করা হচ্ছে ই-কর্মাস। মূলত ই কমার্স হলো ইন্টারনেট ভিত্তিক একটি আধুনিক ও প্রযুক্তিমাধ্যম ব্যবসা পদ্ধতি। যা অনেক সহজলভ্য ও সময়সাশ্রয়ী হওয়ার কারণে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠছে।
ই কমার্সের প্রকারভেদ
পণ্য লেনদেন প্রকৃতি ও ধরণ অনুসারে ই কমার্স সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। যথা-
১। ব্যবসা থেকে ভোক্তা (B2C)
২। ব্যবসা থেকে ব্যবসা (B2B)
৩। ভোক্তা থেকে ভোক্তা (C2C)
৪। ভোক্তা থেকে ব্যবসা (C2B)
ই কমার্স ও ই বিজনেজ এর পার্থক্য
ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন করাকে ই কমার্স বলা হয়। ইন্টারনেট প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক লেনদেন বলতে কোনো প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে কিংবা কোন ব্যক্তি ও অন্য ব্যক্তির মধ্যে ডিজিটাল টেকনোলজির মধ্যস্থতায় পণ্য ও সেবার বিপরীতে অর্থ লেনদেন করাকে বুঝায়।
অন্যদিকে ই বিজনেস বলতে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণাধীন আধুনিক সিস্টেমসহ ডিজিটাল প্রযুক্তি নির্ভর অভ্যন্তরীণ সব লেনদেন এবং প্রসেসকে বুঝায়। ই বিজনেস প্রতিষ্ঠানের সীমানার বাইরে কোনো প্রকার বাণিজ্যিক লেনদেন বা অর্থ বিনিময়ের সাথে সম্পৃক্ত নয়।
ই কমার্স ইন্টারনেট ভিত্তিক সকল ধরনের বাণিজ্যিক লেনদেনের সাথে জড়িত এবং ই বিজনেস প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন সকল প্রকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর লেনদেনের সাথে জড়িত।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions