ইন্টারফেস (Interface) :
কম্পিউটারের সাথে বাইরের যন্ত্রাদির (পেরিফেরালসমূহের) সংযোগ প্রক্রিয়াকে বলা হয় ইন্টারফেস।
ইন্টারফেস বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের সামগ্রিক রূপ দান করে। ইন্টারফেসের মাধ্যমে ডেটা বিনিময় হয়। যেমন: কম্পিউটারের প্যারালাল পোর্টের মাধ্যমে প্রিন্টার সংযোগ করে কম্পিউটার থেকে ডেটা প্রিন্ট করা যায়। কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ ইন্টারফেসের মাধ্যমেই সামগ্রিকভাবে কাজ করে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions