Home » » ইন্টারলিংক কি?

ইন্টারলিংক কি?

ইন্টারলিংক (Interlink) :

১. একাধিক কম্পিউটারের মধ্যকার আন্তযোগাযোগ সম্পর্ক হলো ইন্টারলিংক।

 

২. একই অবস্থানে পরস্পর সংযুক্ত কম্পিউটারসমূহকেও ইন্টারলিংক বলা হয়।


৩. ইন্টারলিংক হলো দুটি কম্পিউটারকে সিরয়াল বা প্যারালাল পোর্ট দ্বারা সংযুক্ত করার একটি ডস কমান্ড, যা ডসের Config.sys ফাইলে লেখা হয়ে থাকে। তবে এই কমান্ডটি প্রয়োগের পূর্বে ডসে Interlink.exe ফাইলটি ইনস্টল করা থাকতে হয়।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *