ম্যালওয়্যার (Malware)
Malicious Software এর সংক্ষিপ্ত রূপ হলো Malware (ম্যালওয়্যার)।
এটি একটি ক্ষতিকর সফটওয়্যার। এটি কম্পিউটার ইউজারের অজ্ঞাতসারে একটি কম্পিউটার সিস্টেমের ক্ষতি করার জন্য বা পুরোপুরি ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়। ম্যালওয়্যার শব্দটি কম্পিউটার প্রফেশনালদের ব্যবহৃত একটি সাধারণ টার্ম, যা দ্বারা শত্রুতাপূর্ণ, অনধিকার প্রবেশ অথবা বিরক্তিকর সফটওয়্যার বা প্রোগ্রামকে বুঝায়।
কম্পিউটার ভাইরাস শব্দটি কখনো কখনো ম্যালওয়্যারকে বুঝাতে ব্যবহার করা হয়। ম্যালওয়্যার বলতে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, অধিকাংশ রুটকিট, স্পাইওয়্যার, অসৎ উদ্দেশ্যে তৈরি অ্যাডওয়্যার, ক্রাইমওয়্যার এবং অন্যান্য ম্যালিসিয়াস ও অপ্রত্যাশিত সফটওয়্যারকে বুঝায়।
ম্যালওয়্যার ত্রুটিপূর্ণ সফটওয়্যারের মতো না, যার ন্যায়সঙ্গত উদ্দেশ্য আছে; কিন্তু এতে ক্ষতিকর বাগ থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions