ম্যাচ ডিজলভ (Match Dissolve)
ম্যাচ ডিজলভ হলো এক প্রকার ডিজলভ ট্রানজিশন ইফেক্ট।
এক্ষেত্রে একটি ইমেজ ডিজলভ ইফেক্টের মাধ্যমে অপর একটি সাদৃশ্যপূর্ণ ইমেজে ট্রান্সফর্ম হয়। সাধারণত সময় অতিবাহিত হওয়ার ইফেক্ট তৈরি অথবা ক্রমিক পরিবর্তনের ইফেক্ট তৈরিতে এই ম্যাচ ডিজলভ ট্রানজিশন ইফেক্টটি ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions