ওয়েব পেজ কাকে বলে
ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওর্য়াল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ (Web Page) বলে। ওয়েবে পেজ সাধারণত এইচটিএলমএল দ্বারা তৈরি করা হয়।
Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ওয়েব পেজ হলো: "Electronic (digital) document created with HTML and, therefore, accessible with a browser."
ওয়েব পেজে টেক্সট বা লেখা, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল, ভিডিও, অডিও ইত্যাদি এবং অন্য কোন পেজের লিংক থাকতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions