Home » » জন ভন নিউম্যান কে?

জন ভন নিউম্যান কে?

জন ভন নিউম্যান (John Von Neuman)

হাঙ্গেরীতে জন্মগ্রহণকারী মার্কিন গণিতবিদ হলেন জন ভন নিউম্যান তবে তিনি পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী এবং পলিম্যাথও ছিলেন। তিনি সেটতত্ত্ব, জ্যামিতি, প্রবাহী, গণিতবিদ্যা, অর্থনীতি, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, প্রায়োগিক বিজ্ঞানসহ আরও অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন। 

জন ভন নিউম্যানের অসাধারণত মেধা ও জ্ঞানের জন্য তাকে তার সময়ের শীর্ষস্থানীয় গণিতবিদ হিসেবে সকলে গণ্য করতো এবং তাকে বলা হতো "মহান গণিতবিদদের সর্বশেষ প্রতিনিধি"। নিউম্যান কোয়ান্টাম বলবিদ্যায় অপারেটর তত্ত্ব ব্যবহারের পথিকৃৎ।



0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *