প্রশ্ন: কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
উত্তর: এএলইউ (ALU)
এএলইউ (ALU) এর পূর্ণ রূপ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit) বা গাণিতিক যুক্তি অংশ। এটি হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর মেশিন স্বরূপ। ইহা কম্পিউটারের সকল গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে। গাণিতিক যুক্তি ইউনিটই মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions