আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান
১। ৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?
উত্তর: আইসি ব্যবহৃত হয়
২। ফুটার কি?
উত্তর: প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ
৩। ডকুমেন্টের পেজের উপরের অংশকে কি বলা হয়?
উত্তর: হেডার
৪। ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: সাইন আপ
৫। কুয়েরি বলতে কি বুঝায়?
উত্তর: ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা।
৬। কিবোর্ডকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
উত্তর: ৫টি
৭। কিবোর্ডে মোট কতটি Arrow Key থাকে?
উত্তর: ৪টি
৮। এক্সেলে লজিক্যাল ফাংশন কোনটি?
উত্তর: =if
৯। লগারিদম সারণি কে তৈরি করেন?
উত্তর: জন নেপিয়ার
১০। সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি?
উত্তর: বাইনারি
১১। Legal Size কাগজের পরিমাণ কত?
উত্তর: দৈর্ঘ ১৪ ইঞ্চি, প্রস্থ ৮.৫ ইঞ্চি
১২। Google কি?
উত্তর: একটি সার্চ ইঞ্জিন
১৩। ডিভিডি এর ক্যাপাসিটি কত?
উত্তর: ৭৫০ এমবি থেকে ৪জিবি পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে।
১৪। ফার্মওয়্যার কি?
উত্তর: রম
১৫। কিবোর্ডের কতগুলো কী থাকে?
উত্তর: ১০৪টি বা কখনও কখনও এর চেয়েও বেশি।
১৬। এক নিবল সমান কত বিট?
উত্তর: ৪বিট
১৭। অ্যাসকি (ASCII) কয় বিটের হয়?
উত্তর: ৭ বিট।
১৮। ওয়ার্কশীটের Row কি দ্বারা নির্দেশ করা হয়?
উত্তর: নম্বর দিয়ে
১৯। ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন অবজেক্ট ব্যবহৃত হয়?
উত্তর: OLE
২০। লাইন স্পেস দেড়গুণ করার কমান্ড কি?
উত্তর: Ctrl+1.5
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions