Home » » পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা-সেতু

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান: আপডেট

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু উদ্বোধন করেন কে?

উত্তর: বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ: ২৫ শে জুন, ২০২২

১। পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর:    ১৯৯৯ সালে।


২। পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় কত সালে?

উত্তর:   ২০০৫ সালে জাপানিদের সহায়তায়।


৩। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়?

উত্তর:   মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায়।


৪। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে?

উত্তর:   ৪ জুলাই, ২০০১ সালে।


৫। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?

উত্তর:   তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


৬। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে কোন দেশের সাথে চুক্তি হয়েছিল?

উত্তর:   জাপানের সাথে, ৪ ডিসেম্বর, ২০০২ সালে। সমীক্ষার ব্যয় ধরা হয় প্রায় ৫৩ কোটি টাকা।


৭। পদ্মা সেতুর নকশা  প্রনয়ণের কাজ শুরু হয় কত সালে?

উত্তর:   ২ ফেব্রুয়ারী, ২০০৯ সালে।


৮। পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হয় কত সালে?

উত্তর:   ২০০৯ সালে।


৯। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে কত কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল?

উত্তর:   ১২০ কোটি ডলারের।


১০। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় কত সালে?

উত্তর:   এপ্রিল, ২০১১ সালে।

 

১১। পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বিশ্ব ব্যাংক কত সালে বাতিল করে?

উত্তর:  ৩০ জুন, ২০১২ সালে।


১৩। পদ্মা সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় কত সালে?

উত্তর:  ১১ জানুয়ারি, ২০১১ সালে। (রেল লাইন হবে দ্বিতলবিশিষ্ট, সেতুর নিচ তলায়, স্প্যানের মধ্য দিয়ে)


১৪। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত হয় কত সালে?

উত্তর:  ৯ জুলাই, ২০১২ সালে।


১৫। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংককে চিঠি দিয়ে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় কত সালে?

উত্তর:  ৩১ জানুয়ারি, ২০১৩ সালে।


১৬। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করে কত সালে?

উত্তর:  জুন, ২০১৩ সালে।


১৭। মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় কোন সংস্থা?

উত্তর:  জাপানের দাতা সংস্থা ‘জাইকা’, ২০০৪ সালে।


১৮। পদ্মা সেতু প্রকল্পে প্রথম ব্যয় একনেকে পাশ হয় কত সালে?

উত্তর:  ২০০৭ সালে (ব্যয় ধরা হয়: ১০,১৬২ কোটি টাকা)।


১৯। পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় সংশোধন করা হয়েছে কত দফা?

উত্তর:  ২ দফা।


২০। প্রথম দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?

উত্তর:  ২০,৫০৭ কোটি টাকা, ২০১১ সালে।


২১। দ্বিতীয় দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা?

উত্তর:  ২৮,৭৯৩ কোটি টাকা, ২০১৬ সালে।


২২। ২০১৮ সাল পর্যন্ত পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়?

উত্তর:  ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।


২৩। সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে কত কোটি টাকা?

উত্তর:  ২৯,৮৯৩ কোটি টাকা, (১% সুদে, ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ)।


২৪। ২০২০-২১ অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ কত কোটি টাকা?

উত্তর:  ৫ হাজার কোটি টাকা। (এটি সরকারের চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ)


২৫। পদ্মা সেতু প্রকল্পের নাম কি?

উত্তর:  পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


২৬। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে?

উত্তর:   মোঃ শফিকুল ইসলাম।


২৭। পদ্মা সেতুর কাজ শুরু হয় কত সালে?

উত্তর:  ৭ ডিসেম্বর, ২০১৪ সালে।


২৮। পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন কে?

উত্তর:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।


২৯। পদ্মা সেতুর নকশা করে কোন দেশের কোম্পানী?

উত্তর: আমেরিকার এ.ই.সি.ও.এম (AECOM) কোম্পানী।


৩০। পদ্মা সেতু কি দিয়ে নির্মাণ করা হয়?

উত্তর:  কংক্রিট আর স্টিল দিয়ে। (যা বিশ্বে প্রথম)


৩১। পদ্মা সেতু নির্মাণ করে কোন দেশের কোম্পানী?

উত্তর:   চীন দেশের কোম্পানী।


৩২। পদ্মা সেতু কোন কোম্পানী নির্মাণ করে?

উত্তর:   চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী’


৩৩। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? / পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর:  ৬.১৫ কিলোমিটার।

 

 ৩৪। ভাঙার বর্ধিত অংশ সহ পদ্মা সেতুর সর্বমোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

উত্তর:  ভাঙার বর্ধিত অংশ সহ দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার।


৩৫। পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?

উত্তর:  ২২ মিটার (৭২ ফুট)।


৩৬। পদ্মা সেতুতে কি কি আছে?

উত্তর:  পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট উপরে চার লেনের সড়ক, মাঝখানে রোড ডিভাইডার এবং নিচে রেল লাইন। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহনের সুবিধা।


৩৭। পদ্মা সেতুর ভায়াডাক্ট কি?

উত্তর:  পদ্মা সেতুর স্থলভাগের অংশকে বলা হয় ভায়াডাক্ট। ভায়াডাক্টে এসে যানবাহন ও ট্রেনের পথ আলাদা হয়ে মাটিতে মিশেছে।


৩৮। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর:   ৩.১৮ কিলোমিটার।


৩৯। পদ্মা সেতুর ভায়াডাক্টে কতটি পিলার আছে?

উত্তর:   ৮১টি।


৪০। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?

উত্তর:   ৬০ ফুট (প্রায় ১৮ মিটার)।


৪১। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট?

উত্তর:   ৩৮৩ ফুট।


৪২। পদ্মা সেতুর অবস্থান কয়টি জেলার উপর?

উত্তর:  ৩টি।

 

৪৩। পদ্মা সেতুর অবস্থান কোন কোন জেলার উপর?

উত্তর:    মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর (শিবচর)।


৪৪। পদ্মা সেতুর সাথে সংযোগ হবে দেশের কোন অঞ্চল?

উত্তর:  দেশের দক্ষিণ-পশ্চিমাংশের সাথে উত্তর-পূর্বাংশের অঞ্চল।


৪৫। পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কতটি?

উত্তর:  ২৮৬ টি।


৪৬। পদ্মা সেতুর পাইলিং ও খুঁটির কিছু অংশে কোন দেশের সিমেন্ট ব্যবহার করা হয়েছে?

উত্তর:  অস্ট্রেলিয়ার অতি মিহি সিমেন্ট ।


৪৭। পদ্মা সেতুর পাইলিং এর কাজে কোন দেশের হ্যামার ব্যবহার করা হয়?

উত্তর:   জার্মানির মিউনিখে তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রো হ্যামার ব্যবহার করা হয়। যা নেদারল্যান্ডসের পোর্ট অব রটারড্যাম থেকে বাংলাদেশে আনা হয়।


৪৮। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের শক্তি কতটুকু ছিল?

উত্তর:   সর্বোচ্চ ৩০০০ কিলোজুল শক্তিসম্পন্ন।


৪৯। পদ্মা সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের ওজন কত টন?

উত্তর:  ৩৮০ টন।


৫০। পদ্মা সেতুর পাইল সংক্রান্ত সমস্যার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠান?

উত্তর:   কাউই (COWI), ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান।


৫১। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা কতটি?

উত্তর:   ৪২ টি। (নদীর ৪০টি পিলারের নিচের পাইল স্টিলের; আর ভাঙার দুইটির পাইল কংক্রিটের)


৫২। পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য কতটি পাইলিং করা হয়েছে?

উত্তর:   ৬ টি । তবে মাটি জটিলার কারণে ২২টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে।


৫৩। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। (যা বিশ্বে প্রথম)


৫৪। পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা কতটি?

উত্তর:   ৪১ টি।


৫৫। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত মিটার?

উত্তর:   ১৫০ মিটার।


৫৬। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কত তারিখে?

উত্তর:  ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে।


৫৭। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কোন কোন পিলারের উপর?

উত্তর:   ৩৭ ও ৩৮ নং পিলারের উপর।


৫৮। পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসে কত তারিখে?

উত্তর:   ১০ ডিসেম্বর, ২০২০ সালে।


৫৯। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসে কোন কোন পিলারের উপর?

উত্তর:   ১২ ও ১৩ নং পিলারের উপর।


৬০। পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজে ব্যবহার করা ক্রেন এর নাম কি?

উত্তর:  ‘তিয়ান-ই’, (এটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন হিসেবে খ্যাত)।


৬১। পদ্মা সেতুতে ব্যবহৃত ক্রেন এর ধারণ ক্ষমতা কত টন ছিল?

উত্তর:   ৩,৬০০ (তিন হাজার ছয়শত) টন।


৬২। পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি স্প্যানের ওজন কত টন?

উত্তর:   ৩,১৪০ (তিন হাজার একশত চল্লিশ) টন।


৬৩। পদ্মা সেতুর ভূমিকম্পের বিয়ারিংসংক্রান্ত ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ে’র সক্ষমতা কত টন?

উত্তর:   ১০ হাজার টন। (যা বিশ্বে ২য় সর্বোচ্চ)


৬৪। পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্র কত রিখটার স্কেল পর্যন্ত?

উত্তর:  ৯ রিখটার স্কেল পর্যন্ত।


৬৫। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর:   ১৪ কিলোমিটার। (জাজিরা ও মাওয়া)


৬৬। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে কত কিলোমিটার?

উত্তর:   ১২ কিলোমিটার।


৬৭। পদ্মা সেতুতে রেল সংযোগ লাইন থাকবে কতটি?

উত্তর:   ১টি (মিটার ও ব্রডগেজ)


৬৮। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় হয়েছে কত কোটি টাকা।

উত্তর:   ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।


৬৯। পদ্মা সেতু নদী শাসনে চুক্তি হয়েছে কোন কোম্পানী?

উত্তর:   চীনেরে সিনোহাইড্রো করর্পোরেশন (১১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে)


৭০। পদ্মা সেতু প্রকল্পে তদারকির কাজ করছে কারা?

উত্তর:   বাংলাদেশ সেনাবাহিনী এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করর্পোরেশন (কেইসি)।


৭১। পদ্মা সেতুর দুই প্রান্তে কোন কোন অঞ্চল?

উত্তর:   মাওয়া (মুন্সিগঞ্জ) এবং অপর প্রান্তে জাজিরা (শরিয়তপুর)।


৭২। পদ্মা সেতুতে রেল ছাড়া আরও কি কি সুবিধা রয়েছে?

উত্তর:  গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহনের সুবিধা।


৭৩। পদ্মা সেতু বাস্তবায়িত হলে জিডিপি কত শতাংশ  বৃদ্ধির আশা করা হয়েছে?

উত্তর:    ১.২৩ শতাংশ।

 

৭৪। পদ্মা সেতু বাস্তবায়িতর হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি কত শতাংশ বৃদ্ধির ধারণা করা হয়েছে?

উত্তর: ২.৩ শতাংশ।

 

৭৫। পদ্মা সেতু ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে দেশের কোন অঞ্চলের মানুষের।

উত্তর:   দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষের।


৭৬। পদ্মা সেতু সংশ্লিষ্ট ঢাকা-যশোর রেলপথ প্রকল্পের দৈর্ঘ্য কত কিলোমিটার।

উত্তর:  ১৭২ কিলোমিটার।


৭৭। পদ্মা সেতুতে দেশের প্রথম ব্যালাস্টবিহীন এলিভেটেড ভায়াডাক্ট রেল লাইন কত কি.মি.?

উত্তর: ২২ কিলোমিটার।


৭৮। পদ্মা সেতুতে রেল লাইন নির্মাণ কাজ উদ্বোধন হয় কত তারিখে?

উত্তর:  ১৪ অক্টোবর, ২০১৮ সালে।


৭৯। পদ্মা সেতুর রেল লাইন প্রকল্প তৈরিতে অর্থায়ন করছে কোন দেশ?

উত্তর: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড -  চীনা G2G 


৮০। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয় কত সালে?

উত্তর:  ৩ মে, ২০১৬ সালে।


৮১। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ব্যয় ধরা হয় কত কোটি টাকা।

উত্তর:  ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা।


৮২। পদ্মা সেতুর রেল সংযোগে অর্থ সহায়তা দিচ্ছে কোন ব্যাংক?

উত্তর:    চীন দেশের এক্সিম ব্যাংক (২৪ হাজার ৭৪৯ কোটি টাকা)।


৮৩। পদ্মা সেতুর রেল প্রকল্পটি তত্ত্বাবধান করছে কে?

উত্তর:  বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট।


৮৪। পদ্মা সেতু প্রকল্পের জন্য কোন ব্যাংকে হিসাব খোলা হয়েছে?

উত্তর: অগ্রণী ব্যাংকে। (এই ব্যাংক হিসাবে জমা হওয়া টাকাকে ডলারে রূপান্তর করবে ব্যাংকটি)


৮৫। পদ্মা সেতু বিশ্বের বৃহত্তর সড়ক সেতুর তালিকায় কততম?

উত্তর:  ২৫তম।


৮৬। পদ্মা সেতু এশিয়া মহাদেশের কততম বৃহত্তর সড়ক সেতু?

উত্তর:  ২য় তম।


৮৭। এশিয়ার প্রথম বৃহত্তর সড়ক সেতু কোন দেশে কত কি.মি?

উত্তর:  চীনের হংজুং বে সেতু, ৩৫ কি.মি.।


৮৮। পদ্মা সেতুর নির্মাণ কাজ কত সালে শেষ হওয়ার আশার করেছে?

উত্তর:    ২০২১ সালের ডিসেম্বরে।

(তবে, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে।)


৮৯। পদ্মা সেতু কত তারিখে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়?

উত্তর:    ২৫ জুন, ২০২২ সালে ( মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামা ঘোষণা করেছিলেন, ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে)।


৯০। পদ্মা সেতু তৈরিতে খরচ কত টাকা?

উত্তর: Estimated Project Cost (2nd RDPP):

BDT 301933.88 Million or, USD 3.868 Billion (Including VAT and IT)

তথ্যসূত্র: Bangladesh Govt Bridge Authority / http://www.padmabridge.gov.bd/general.php

আরও পড়ুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান: পাট-২

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,000/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 15,000/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->