Home » » সাধারণ জ্ঞান : আইসিটি বিষয়ক

সাধারণ জ্ঞান : আইসিটি বিষয়ক

আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞান

১। এক্সেলে একাধিক সেল একত্রিত করাকে কি বলে?

উত্তর:   মার্জ

 

২। ফাইল ক্লোজ এর কিবোর্ড কমান্ড কোনটি?

উত্তর:   Ctrl+F4

 

৩। মজিলা ফায়ারফক্স কি?

উত্তর:   ইন্টারনেট ব্রাউজার


৪। স্পেলিং এন্ড গ্রামার এর জন্য কোন ফাংশন কী চাপতে হয়?

উত্তর:   F7


৫। এক্সেল ওয়ার্কশীটে কতটি রো ও কলাম থাকে?

উত্তর:   ১৬,৩৮৪টি কলাম এবং ১০,৪৮,৫৭৬টি রো থাকে


৬। বাংলাদেশে প্রথম কত সালে ইমেইল চালু হয়?

উত্তর:    ১৯৯৩ সালে


৭। ডাটা সর্ট কত প্রকার?

উত্তর:   দুই প্রকার


৮। কোন কী চেপে কিবোর্ডের বাম পাশের লেখা মুছা হয়?

উত্তর:   Backspace key


৯। ডাটাবেজ প্রোগ্রাম কোনটি?

উত্তর:  এমএস এক্সেস (MS Access)

 

১০। এমএস ওয়ার্ডে বানান শুদ্ধ করার জন্য কি ব্যবহৃত হয়?

উত্তর:   স্পেলিং চেকার

 

১১। ফ্লাশ মেমোরি বলা হয় কোনটিকে?

উত্তর:   পেন ড্রাইভকে

 

১২। Recycle Bin এ কোন ধরনের ফাইল জমা থাকে?

উত্তর:   Delete (ডিলিট কৃত ফাইল)

 

১৩। কতগুলো সেলকে একত্রিত করাকে কি বলে?

উত্তর:   মার্জ সেল


১৪। ইমেইল ঠিকানা কয় ভাগে বিভক্ত

উত্তর:   ২ ভাগে


১৫। পাওয়ারপয়েন্টে স্লাইড শো করতে কোন কী চাপতে হয়?

উত্তর:   F5


১৬। প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি?

উত্তর:   মোজাইক


১৭। Php কি?

উত্তর:    প্রোগ্রাামিং ল্যাংগুয়েজ


১৮। Php দ্বারা কি বুঝানো হয়?

উত্তর:   Server Side Scripting


১৯। SQL এর পূর্ণরূপ কি?

উত্তর:   Structured Query Language


২০। কত গিগাবাইট সমান এক টেরাবাইট?

উত্তর:   ১০২৪ গিগাবাইট


২১। ১+১ যোগ করলে বাইনারিতে কত হয়?

উত্তর:   ১০


২২। কাট করার কিবোর্ড কমান্ড কোনটি?

উত্তর:   Ctrl+X

 

২৩। পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি?

উত্তর:   Ctrl+V

 

২৪। কোয়েরি কি?

উত্তর:   ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা।

 

২৫। ডাটাবেস গঠিত হয় কি নিয়ে?

উত্তর:   রেকর্ড

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *