আইপিভি-৪
টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নাম্বার থাকে ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে, যা আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন-৪ বা আইপিভি-৪ চালু আছে। আইপিভি-৪ সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (৮ বিটের বাইনারি) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ সংখ্যা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন। ক্রমবর্তমান নেটওয়ার্ক বিস্তৃতির কারণে আইপিভি-৪ এর ৩২ বিটের অ্যাড্রেস অপ্রতুল হয়ে গেছে। এই সমস্যা সমাধানের জন্য আইপিভি-৬ নামে ১২৮ বিট আইপি অ্যাড্রেস চালু হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions