মাল্টিমোড অপটিক্যাল ফাইবার কি?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রানুযায়ী মাল্টিমোড অপটিক্যাল ফাইবার তথ্য পরিবহন করে।
মাল্টিমোড অপটিক্যাল ফাইবারে লেজার রশ্মি বা এলইডি (LED) আলোক আলোক উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই আলোক উৎসকে তথ্য সংকেতের মাধ্যমে মড্যুলেশন করা হয় এবং ফাইবারের কোর ক্ল্যাডিং এর সন্ধিস্থানে আপতিত করা হয়। এই আপতিত রশ্মি সংকট কোণের চেয়ে বেশি কোণে পড়লে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্রমতে বারবার প্রতিফলিত হয়ে কাঙ্খিত অবস্থানে পৌছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions