মাল্টিপারশিয়েট ভাইরাস কি?
মাল্টিপারশিয়েট ভাইরাস (Multipartiate Virus) হলো এক ধরনের কম্পিউটার ভাইরাস যা মাল্টিপল অবজেক্টকে আক্রান্ত করে। এই ভাইরাসে আক্রান্ত exe ফাইল রান করলে এটি মাস্টার বুট রেকর্ডে নিজেকে স্থাপন করে নেয়। যখন কম্পিউটার কম্পিউটার বুটআপ করা হয়, ভাইরাসটি তখন মাস্টার বুট রেকর্ড থেকে রান হয় এবং মেমোরি রেসিডেন্টে যায়। ভাইরাসটি মেমোরি রেসিডেন্ট হলে exe ফাইলসমূহকে আক্রান্ত করে। এই জাতীয় ভাইরাসের কতগুলো com, exe এবং MBRs interchangeabley আক্রান্ত করে। কতগুলো আবার com, exe এবং MBRs এবং ডিভাইস ড্রাইভারসমূহকে আক্রান্ত করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions