push এবং pop কার সাথে সম্পর্কিত
উত্তর: Stack
স্টাক (Stack) এক ধরনের ডেটা স্ট্রাকচার যা দুইটি নীতি মেনে চলে। Stack এ কোন এলিমেন্ট সংযোজন হলে শেষে দিয়ে insert হবে। কোন এলিমেন্ট ফেলে বা বের করে দিতে হলে Last থেকে বের করে দিতে হবে। এই জন্য একে বলা হয় LIFO অর্থাৎ Last In First Out যে সবার শেষে insert হবে সে সবার আগে বের হবে। Stack এ ডেটা রাখাকে বলা হয় Push (পুশ) ডেটা তুলে নেয়াকে বলা হয় Pop (পপ)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions