Home » » প্লটার কি

প্লটার কি

প্লটার কি

প্লটার বিশেষ এক ধরনের মুদ্রণ যন্ত্র বা প্রিন্টার। এটি একটি আউটপুট ডিভাইস।

খুব সূক্ষ্ম রেখা বিশিষ্ট নক্সা বা চিত্রের মুদ্রণ নেয়ার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। প্রস্থে কয়েক ফুট এবং দৈর্ঘ্যে যতটা প্রয়োজন ততটা দীর্ঘ কাগজে প্লটার যন্ত্রের সাহায্যে মুদ্রণ নেয়া যায়। এর সাহায্যে সাদা-কালো এবং রঙিন উভয় ধরনের প্রিন্ট করা সম্ভব। 

এটি দিয়ে বড় বড় গ্রাফিক্সের কাজ যেমন: আর্কিটেকচারাল ডিজািইন, পলি সাইন, বিল বোর্ড ইত্যাদি প্রিন্ট করা হয়। কাপড়, কাগজ ইত্যাদি বিভিন্ন মিডিয়াতে এটি দিয়ে প্রিন্ট করা যায়।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *