এডস্যাক কম্পিউটার কি?
এডস্যাক (EDSAC) কম্পিউটার এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator। ১৯৪৯ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এটি তৈরি করেন। এতে ডেটা সংরক্ষণের জন্য Mecury Delay Lines ব্যবহৃত হয়। এডস্যাক কম্পিউটারকেই প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার ধরা হয়।
প্রশ্ন: EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
উত্তর: Mercury Delay Lines
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions