মাল্টি ইউজার ডোমেইন কি?
মাল্টি ইউজার ডোমেইন (Multi user domain) হলো একটি রিয়েলটাইম ওয়েব এনভায়রনমেন্ট, যেখানে ব্যবহারকারীরা কেবল একে অন্যের ই-মেইলই পাঠাতে পারে তা নয়, বরং কল্পনার দুনিয়ায় বিচরণ ও অবজেক্টসমূহকে ম্যানিপুলেটও করতে পারে।
প্রকৃতপক্ষে মাল্টি ইউজার ডোমেইন গুলো রোল-প্লেয়িং অ্যাডভেঞ্চার গেমগুলোর জন্যই তৈরি করা হয়েছিল, যাতে করে ক্রস কম্পিউটার নেটওয়ার্কসমূহে নিয়োগ করা যায়। তবে এগুলোকে উন্নত করে কোলাবোরেশন ও শিক্ষার উপযোগী করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions