সেন্ট্রালাইজড নেটওয়ার্ক কি
সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটারই সকল প্রসেসিং কাজ এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রনের কাজ করে থাকে। হোস্ট হিসেবে সাধারণত মেইনফ্রেমে বা অন্য কোন শক্তিশালী সার্ভার কম্পিউটার ব্যবহৃত হয়। টার্মিনাল হলো এক ধরনের হার্ডওয়্যার যা কীবোর্ড ও মনিটর নিয়ে গঠিত। টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী হোস্ট কম্পিউটারে সংযুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে থাকে।
টার্মিনাল দু’ধরনের হয়। যথা:
১। ডাম্ব টার্মিনাল ও
২। ইন্টিলিজেন্ট টার্মিনাল।
ডাম্ব টার্মিনালের কোন মেমোরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই। পক্ষান্তরে ইন্টিলিজেন্ট টার্মিনালের সীমিত মেমোরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions