Home » » পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক

কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান এর ব্যাপ্তি বা পরিসীমা সীমিত। এটি সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। ল্যাপটপ, পিডিএ , বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এ ব্যবহৃত ডিভাইস। বাড়ী, অফিস, গাড়ী কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোন জায়গায় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে।

MIT এর মিডিয়া ল্যাব এর থমাস জিমার ম্যান এবং তার সহযোগী গবেষকরা সর্বপ্রথম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর ধারণা প্রদান করেন। পরবর্তীতে এই ধারণা IBM এর Almaden Research সমর্থন করে। Zimmerman এই ধারার বর্ণনাতে বলেন “যেহেতেু ইলেকট্রনিক যন্ত্রাদি আকারে ছোট হয়ে আসছে, তড়িৎ শক্তির খরচ কমে আসছে, দামও কমে যাচ্ছে, তাই মানব দেহ সজ্জিত হচ্ছে বিভিন্ন ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের যন্ত্রাদি দিয়ে। এসব যন্ত্রাদির মধ্যে রয়েছে ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল, পকেট ভিডিও গেম, ইত্যাদি। এইসব ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করলে এর ইনপুট/আউটপুট এর ফাংশনাল বাহুল্যতা কমবে এবং নতুন সেবা ও সুবিধা পাওয়া যাবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*