ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি
উত্তর: ৫টি।
ডেটা কমিউনিকেশনের উপাদান
কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান-প্রদান সম্ভব। এই যোগাযোগ প্রক্রিয়ার পাঁচটি মৌলিক উপাদান হলো:
১। উৎস (Source)
২। প্রেরক (Transmitter)
৩। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম (Medium)
৪। গ্রাহক বা প্রাপক (Receiver) ও
৫। গন্তব্য (Destination)
ডেটা কমিউনিকেশন উপাদান সমূহের সংক্ষিপ্ত বিবরণ:
১। উৎস: যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে। যেমন: কম্পিউটার, টেলিফোন ইত্যাদি।
২। প্রেরক: উৎস হতে ডেটা নিয়ে প্রেরক যন্ত্র কমিউনিকেশন মাধ্যমে পাঠায়। যেমন: মডেম।
৩। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম: যার মধ্য দিয়ে ডেটা একস্থান হতে অন্য স্থানে যায় তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে। মাধ্যম হিসেবে তার , পাবলিক টেলিফোন লাইন, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি ব্যবহার করা হয়।
৪। গ্রাহক বা প্রাপক: কমিউনিকেশনের মাধ্যমে ডেটা যার কাছে পাঠানো হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। যেমন: মডেম প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।
৫। গন্তব্য: সর্বশেষ গন্তব্য হিসেবে ব্যবহৃত হয় সার্ভার, পার্সোনাল কম্পিউটার।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions