Home » » পাওয়ার সাপ্লাই কি

পাওয়ার সাপ্লাই কি

পাওয়ার সাপ্লাই কি

কম্পিউটারের মাদারবোর্ড, হার্ডডিস্ক, সিডিরমসহ অন্যান্য যন্ত্রাংশ কার্যক্ষম করার জন্য যে যন্ত্রাংশ থেকে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যোগান পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই বলা হয়। অর্থাৎ পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রত্যেকটি ডিভাসইকে ভোল্টেজ সরবরাহ করে থাকে। পাওয়ার সাপস্নাই ইনপুট হিসেবে ১১০-২২০ ভোল্ট বিদ্যুৎ গ্রহণ করে এবং আউটপুট হিসেবে যথাক্রমে ৩.৩, ৫ এবং ১২ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করে থাকে। পাওয়ার সাপস্নাই ৩০০ ওয়াট থেকে শুরম্ন করে ১০০০ ওয়াট পর্যমত্ম হয়ে থাকে। পাওয়ার সাপস্নাইয়ের ওয়াট যত বেশি হবে, কম্পিউটার থেকে তত বেশি কার্যকরিতা পাওয়া যাবে। সাধারণত: গেমিং, ভিডিও এডিটিং এর কাজের জন্য বেশি ক্ষমতা সম্পন্ন পাওয়ার সাপস্নাই প্রয়োজন পড়ে।


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*