কুয়েরি ভাষা কি
(Query Language)
ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই অথবা ডিলিট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে। যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয়, তাকে কুয়েরি ভাষা বলা হয়।
৩টি কুয়েরি ভাষা সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে।সেগুলো নাম হলো: SQL, QUEL, QBE,
DDL, DML প্রভৃতি হলো ডাটাবেজ ভাষার ধরন। পক্ষান্তরে QUEL, SQL প্রভৃতি হলো ডাটাবেজ ভাষার উদাহরণ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions