সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়
উত্তর: ২০০৬ সালে।
টুইটার (Twitter) একটি সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটারকে ইন্টারনেটের এসএমএস হিসেবে অভিহিত করা হয়। ২১ মার্চ, ২০০৬ টুইটার যাত্রা শুরু করে। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক-ডর্সি। টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কো শহরে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions