কম্পাইলার কি
(Compiler)
কম্পাইলার তাকে বলা হয় যে উচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। কম্পাইলার সমস্ত প্রোগ্রামটিকে একবারে উচ্চতর ভাষা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
একটি রুপান্তরিত প্রোগ্রাম যতবার প্রয়োজন ততবারই চালনা করা যায় বা কার্যকর করা যায় কম্পাইলারের সাহায্যে। প্রতিটি প্রোগ্রামিং ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে। এক ভাষার কম্পাইলার দিয়ে অন্য ভাষার অনুবাদের কাজ করা যায় না। যেমন: মে কম্পাইলার বেসিককে যান্ত্রিক ভাষায় অনুবাদ করতে পারে সেটা কিন্তু কোবলকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করতে পারে না। কম্পাইলার গৌাণ স্মৃতিতে থাকে এবং প্রয়োজনের সময় এদের র্যামে আনা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions