Home » » সাইবার অপরাধ কি

সাইবার অপরাধ কি

সাইবার অপরাধ কি

(Cyber Crime)

সাইবার অপরাধ বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকেই বুঝানো হয়। সাধারণ অর্থে সাইবার অপরাধ হলো যে কোনা ধরনের অনলাইন ভিত্তিক অনৈতিক কাজ যার মাধ্যম বা টার্গেট উভয় সংগঠিত হয় কম্পিউটার বা ইন্টারনেট যুক্ত ডিভাইস দিয়ে। 

তথ্য চুরি, তথ্য বিকৃতি, প্রতারণা, ব্ল্যাক মেইল, অর্থ চুরি ইত্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে করা হলে, তাকে সাইবার অপরাধ বলা হয়। কম্পিউটার ভাইরাস ছড়ানো, হ্যাকিং, স্প্যামিং, সাইবার আক্রমণ, সাইবার হয়রানি, সাইবার চুরি, ফিশিং, পাইরেসি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি, পর্নোগ্রাফি ইত্যাদি এসব হলো সাইবার অপরাধ।

বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ করা হয়েছে।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *