Home » » ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি

ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি

ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি

(data definition language)

একটি ডাটাবেজে পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে। এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল:

১। ক্রিয়েট স্টেটমেন্ট (Create statement)

২। ড্রপ স্টেটমেন্ট (Drop statement)

৩। অল্টার স্টেটমেন্ট (Alter statement)

৪। রিনেম স্টেটমেন্ট (Rename statement)

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*