Home » » ডাটাবেজ রিলেশন কি

ডাটাবেজ রিলেশন কি

ডাটাবেজ রিলেশন কি

ডাটাবেজের অন্তর্গত একাধিক ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে করা করার প্রয়োজনে ডাটা ফাইলসমূহের মধ্যে সংযোগ স্থাপন করতে নিতে হয়। বিভিন্ন ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য এরূপ সংযোগ স্থাপন করানোকে ডাটাবেজ রিলেশন বলা হয়। 

যে সকল ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে তাতে অন্তত একটি কমন ফিল্ড থাকতে হবে। এ কমন ফিল্ডের উপর ভিত্তি করেই রিলেশন প্রতিষ্ঠিত হবে। তবে ডাটাবেজের টেবিলসমূহের মধ্যে রিলেশন তৈরির জন্য কিছু শর্ত মেনে রিলেশন তৈরি করতে হয়। 

এই শর্তগুলো হলো:

১। ডাটা ফাইলগুলোর মধ্যে কমন প্রাইমারি কী ফিল্ড থাকতে হবে।

২। কমন প্রাইমারি কী ফিল্ডের নাম সকল ফাইলে একই হতে হবে।

৩। কমন প্রাইমারি কী ফিল্ডের সাইজ একই হতে হবে।

৪। প্রাইমারি কী ফিল্ডের ডাটা টাইপ সকল ফাইলে একই হতে হবে।

 

ডাটাবেজ রিলেশনের প্রকারভেদ

একাধিক ডাটা ফাইলের মধ্যে উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনে কী ফিল্ডের ভিত্তিতে রিলেশন স্থাপন করা যায়। ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইলের মধ্যকার রিলেশনকে চার ভাগে ভাগ করা যায়। যথা:

১। ওয়ান টু ওয়ান রিলেশন (One to One Relation)

২। ওয়ান টু মেনি রিলেশন (One to Many Relation)

৩। মেনি টু ওয়ান রিলেশন (Many to One Relation)

৪। মেনি টু মেনি রিলেশন (Many to Many Relation)


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*