Home » » ডেটাবেজ সর্টিং কি

ডেটাবেজ সর্টিং কি

ডেটাবেজ সর্টিং কি

(database sorting)

ডাটা টেবিল তৈরি করে তাতে অনেক ডাটা এন্ট্রি করে ডাটাবেজ তৈরি করা হয়। ডাটাবেজে ডাটা এন্ট্রি করার সময় সাধারণত ধারাবাহিকতা মানা হয় না। যেমন: পরীক্ষায় অংশগ্রহণকারীদের রেজাল্টশীট তৈরি করার জন্য ডাটা এন্ট্রি করার সময় যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তার রেকর্ড প্রথমে, তারপর দ্বিতীয় বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীর রেকর্ড, তারপর তৃতীয় এভাবে অপারেটররা ডাটা এন্ট্রি করেন। এভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের রেকর্ড সাজিয়ে (সর্ট) এন্ট্রি করা কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। কিন্তু কম্পিউটার ব্যবস্থাপনা বিভিন্ন ডাটাবেজ প্রোগ্রাম (যেমন: ফক্সপ্রো, এ্যাকসেস) এর সাহায্যে লক্ষ লক্ষ ডাটার ডাটাবেজ তৈরি করে সর্ট বা ইনডেক্স নির্দেশ দিয়ে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে রেকর্ডসমূহকে সর্ট বা ইনডেক্স করা যায়।

রেকর্ড সমূহকে দু’ভাবে সর্ট করা যায়। যেমন:

১। Ascending (উচ্চ ক্রমানুসারে) : ছোট থেকে বড় আকারে

২। Descending (নিম্ন ক্রমানুসারে) : বড় থেকে ছোট আকারে

1 মন্তব্য(গুলি):

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*