Home » » মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী

মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী

মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী

মাল্টিকাস্ট ট্রান্সমিশন মোড ব্রডকাস্ট মোডের মতই তবে পার্থক্য হলো মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে। যেমন: ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। 

উদাহরন: ক প্রেরক নোড থেকে কোন ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত খ, ঘ, ঙ নোড গ্রহণ করবে।  গ নোড ডেটা গ্রহণ করতে পারবে না কারণ গ নোড আলোচ্য ভিডিও কনফারেন্সিং গ্রুপের সদস্য নয়।


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*