টুইস্টেড পেয়ার ক্যাবল কাকে বলে
দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের ক্যাবলে সাধারণত মোট ৪ জোড়া তারের মধ্যে একটি সাধারণ বা কমন রংয়ের (সাদা) তার থাকে এবং অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তারসমূহ সংযোজনের সময় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। এ ধরনের ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোন ডেটা প্রেরণ করা যায় না। এছাড়াও ডেটা ট্রান্সফারের দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি। টুইস্টেড পেয়ার ক্যাবল সাধারণত দুই প্রকারের হয়। যথা:
১। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি।
২। শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা এসটিপি।
আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি ক্যাবলের বিভিন্ন ধাপে উন্নয়ন ঘটেছে এবং বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডের প্রবর্তন হয়েছে। এসকল স্ট্যান্ডার্ডের মধ্যে দুটি খুব জনপ্রিয়। যথা: UTP Category-5, Category-6, বর্তমানে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে Category-5, Category-6 আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি ক্যাবল ব্যবহার করা হয়। গিগাবাইট রেঞ্জের ডেটা ট্রান্সমিট করার জন্য Category-6 বেশি ব্যবহৃত হয়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions