Home » » হোয়াটসঅ্যাপ কি

হোয়াটসঅ্যাপ কি

হোয়াটসঅ্যাপ কি

(WhatsApp)

হোয়াটসঅ্যাপ অর্থ হলো ফেসবুক কোম্পানী কর্তৃক অধিকৃত একটি জনপ্রিয় মোবাইল ফোন অ্যাপস। এটি মূলত স্মার্টফোনের জন্য একটি জনপ্রিয় ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে, এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাট নয় এই ম্যাসেঞ্জাররের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও-অডিও মিডিয়াবার্তা আদান-প্রদান করা যায়। ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংক্রোনাইজ করে নেয়। ফলে এতে কারো সাথে চ্যাট করার জন্য পিন কোড বা ইউজার নেম প্রয়োজন নেই, শুধু মোবাইল নম্বর ব্যবহার করে চ্যাট করা যায়। হোয়াটসঅ্যাপ ২০০৯ সালে জ্যান কউম (Jan Koum) ও ব্রায়ান এক্টন (Brain Acton) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। পরে ফেসবুক কোম্পানী এটি ক্রয় করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এর সদর দপ্তর অবস্থিত।

হোয়াটসঅ্যাপ স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়। ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নাম্বার তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নাম্বার সিংক্রোনাইজ করে নেয়। ফলে আলাদা করে আইডি যোগ করার প্রয়োজন হয় না। স্মার্টফোনে বিনা মূল্যে মেসেজ পাঠানো, ভিডিও কলিংএর পাশাপাশি ম্যাসেঞ্জারটিতে ব্যক্তিগত তথ্য হালনাগাদ, ব্যবহারকারী যেখান থেকে চ্যাট করছেন সে এলাকার গ্রুপ তৈরি এবং গ্রুপের জন্য আলাদা আইকন তৈরি করা যায়। বর্তমানে ফেইসবুক হোয়াটঅ্যাপ কিনে নিয়েছে। জানুয়ারি, ২০১৫ অনুযায়ী বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপস হিসেবে হোয়াটসঅ্যাপ এর সক্রিয় ব্যবহারকারি রয়েছে ৭০০ মিলিয়িনের অধিক, যার মধ্যে শুধুমাত্র ভারতেই রয়েছে প্রায় ৭০ মিলিয়ন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*