ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাকে বলে
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান একটি সিস্টেম যেখানে বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু লোকাল এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একত্রে সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক হিসাবে কাজ করে। যখন একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
সাধারণত বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা অন্যকোন কম্পিউটার ডিভাইসকেও এই নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়। এই নেটওয়ার্কিং সিস্টেমে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের মত পাবলিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তবে বর্তমানে ফাইবার অপটিক ক্যাবলই বেশি ব্যবহারের দিকে অনেকেই ঝুঁকছে।
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মূলত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যথা: রাউটার, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেকশন এবং সিসিউরিটি পলিসি।
কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদগণ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীকে একসূত্রে গ্রথিত করেছেন। এক্ষেত্রে টেলিফোন বিশেষ ভূমিকা পালন করেছে। উন্নত বিশ্বের টেলিফোন সংস্থা এমন জোট বেঁধেছে যাতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সীমান্তের বাঁধা দূর করে সমগ্র পৃথিবীকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর সাহায্যে একটি মাত্র টেলিযোগাযোগ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যায়। ইন্টারনেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর একটি উদাহরণ।
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা সমূহ
১। মুহূর্তের মধ্যেই বিশ্বের একস্থান থেকে অন্য স্থানে ডেটা এবং সংবাদ পাঠানো যাবে।
২। মেমোরি ব্যবস্থার মাধ্যমে ডেটাকে সংরক্ষণ করা যাবে এবং প্রয়োজনে তা গ্রাহকের কাছে অতি অল্প সময়ের মধ্যে পাঠানো যাবে।
৩। রোগী ঘরে থেকে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন, ডাক্তারকে দেখতে পারবেন, ইলেক্ট্রনিক সেন্সরে হাত রাখার মাধ্যমে ডাক্তারকে অবহিত করতে পারবেন রোগের নমুনা ও লক্ষণ সম্বন্ধে।
৪। ছাত্ররা কলেজ, বিশ্ববিদ্যালয়ে না গিয়েই ক্লাশে অংশ নিতে পারে; শিক্ষককে প্রশ্ন করতে পারে কিংবা শিক্ষকও ছাত্রদের মধ্যে ভাবের আদান প্রদান করতে পারে।
৫। কোন ক্রেতা শপিং সেন্টারে না গিয়ে সেলসম্যানকে তার ইপ্সিত পণ্যের মডেল পাঠানোর অনুরোধ করতে পারে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions