অরকুট
টেক জায়ান্ট গুগল ইঙ্ক. কর্তৃক পরিচালিত একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট হলো অরকুট (ORKUT)।
অরকুট ব্যবহারকারীরা এই সোস্যাল নেটওয়ার্কিং মাধ্যমে ব্যবহার করে তাদের নতুন ও পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারে এবং বিদ্যমান সম্পর্ককে বজায় রাখার কাজে সহায়তার উদ্দেশ্যে এই সেবাটি চালু করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে ফেসবুক এবং মাইস্পেস এর চাইতে অরকুট কম জনপ্রিয়, তারপরও এটি ভারত এবং ব্রাজিলে সবচেয়ে বেশি ভিজিট করা সাইটগুলোর অন্যতম। এর সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ব্রাজিলে, তারপর যথাক্রমে ভারত ও জাপানে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বহু অরকুট ব্যবহারকারী রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions